আহমদিয়া মজজিদে হামলা রাজশাহীতে, আইএস দায় স্বীকার করল


রবিবার,২৭/১২/২০১৫
602

খবরইন্ডিয়াঅনলাইনঃ    রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় আইএস জড়িত বলে দাবি করেছে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি বার্তা প্রকাশ করা হয়েছে, যাতে এ হামলার দায় স্বীকারের কথা বলা হয়েছে।

এতে বলা হয়, টুইটার ও টেলিগ্রাম-এ বিবৃতি পাঠিয়ে বাংলাদেশের রাজশাহীতে মসজিদে হামলার কথা জানিয়েছে আইএস।

শুক্রবার জুমার নামাজের সময় বাগমারায় আহমদিয়া মসজিদে বোমার বিস্ফোরণে একজন নিহত এবং কয়েকজন মুসল্লি আহত হন।

বিস্ফোরণে হামলাকারীই নিহত হয়েছেন বলে বললেও তার পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

তবে আইএসের বরাত দিয়ে সাইট ইন্টিলিজেন্সের প্রতিবেদনে বলা হয়, ‘আবু আল-ফিদা আল বেঙ্গলি’ নামে তাদের এক অনুসারী এই হামলা চালায়। এতে কয়েক ডজন হতাহত হয়েছেন বলে দাবি করেছে আইএস।

এর ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন এবং পুরান ঢাকায় শিয়া সমাবেশে বোমা হামলায় আইএস এর ‘দায় স্বীকারের’ খবর দেয় ‘সাইট’।

তবে এসব ঘটনার সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা বা দায় স্বীকারের দাবির কোনো ভিত্তি গোয়েন্দারা খুঁজে পাননি বলে বাংলাদেশ সরকার বলে আসছে।

 

 

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট