শ্রীলঙ্কা হারল নিউজিল্যান্ডের কাছে


শনিবার,২৬/১২/২০১৫
736

   খবরইন্ডিয়াঅনলাইনঃ  এশিয়ার শক্তিশালী দল শ্রীলঙ্কার । টেষ্টের পর এবার ওয়ানেডে সিরিজের প্রথম  ম্যাচেও হারল তারা । দুদলের মধ্যকার পাঁচ ম্যাচ ওডিয়াই সিরিজের প্রথম ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড । টেষ্টেরর মত এই ম্যাচেও অসহায় আত্নসমর্পন করে মালিঙ্গা বিহীন শ্রীলঙ্কা  । টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান দলপতি । তবে তার এ সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমান করতে পারেনি দলের সদস্যরা । ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে তাসের ঘরের মত ভেঙ্গে পরে সফরকারীদের ইনিংস ।  দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা একসময় মাত্র ২৭ রানে হারায় পাঁচ ব্যাটসম্যানকে । এই ৫ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌছতে পারেনি । এই ৫ জনের মধ্যে চার জনই স্বীকার হয়েছেন ম্যাট হেনরির  ।এরপর  ছয় ও সাত  নম্বরে ব্যাট করতে নামা শ্রীবর্ধনে ও কাপুগেদারা মিলে দলকে উদ্ধার করার চেষ্টা করেন । তবে দলীয় ৬৫ রানে ব্যাক্তিগত ৮ রান করে ব্রেসওয়েলের বলে কাপুগেদারা বিদায় নিলে  একশত রানের নিচেই অল-আউট হওয়ার সম্ভাবনা দেখা দেয় । তবে ৮ নম্বরে ব্যাট করতে নামা লঙ্কান বোলার নুয়ান কুলাসাকারা ও শ্রীবর্ধনে মিলে  অষ্টম উইকেটে ৯৮ রানের জুটি গড়লে সম্মান জনক স্কোর গড়ে শ্রীলঙ্কা । ১৬৩ রানে ব্যাক্তিগত ৬৬ রান করে শ্রীবর্ধনে  এবং ১৬৪ রানের মা
থায় ব্যাক্তিগত ৫৮ রান করে কুলাসাকারা আউট হয়ে  হলে আর বেশিদূর গড়ায়নি লঙ্কান ইনিংস । শেষ পর্যন্ত ১৮৮ রানেই থামে তারা । জবাবে মার্টিন গাপটিল ও ব্রান্ডন ম্যাককালামের ঝড়ে মাত্র ২১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ফেলে নিউজিল্যান্ড। দুজনের ওপেনিং জুটিতেই আসে ১০৮ রান মাত্র ১০ ওভারে । ২৫ বলে ৫৫ রানের এক টর্রেডো ইনিংস খেলে ম্যাককালাম বিদায় নিলে ভাঙ্গে ওই জুটি । এরপর লাথাম কে নিয়ে আরেকটি চল্লিশ রানের জুটি গড়েন গাপটিল । ১৮ রান করে লাথাম বিদায় নিলেও জয়ের জন্য বিন্ধুমাত্র ভাবতে হয়নি কিউইদের । লাথামের পর টিকেনি গাপটিল নিজেও। শেষ ব্যাটসম্যান হিসেবে  গাপটিল আউট হওয়ার আগে ৫৬ বলে ৭৯ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি ।বাকি পথটা টেলর ও অভিষিক্ত নিকোলসের পারি দিতে কোন সমস্যা হয়নি। প্রথমবারের মত জাতীয় দলের ক্যাপ মাথায় দেওয়া নিকোলস ২৩ রানে অপরাজিত থাকেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট