বেশি ভোগবাদে দিকে না যাওয়া আবেদন


শুক্রবার,২৫/১২/২০১৫
679

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ভোগবাদে আসক্ত না হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানালেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেওয়া এক ভাষণে এ আহবান জানান তিনি। তিনি বলেন,পণ্যবাদ, বিলাস, সম্পদ ও আড়ম্বরপূর্ণ বিষয়গুলো থেকে বিশ্ববাসীকে আরো সচেতন থাকতে হবে। বড়দিনের আগের রাতে ভ্যাটিকানে মিডনাইট ম্যাস উৎসবে তার বক্তব্য শুনে প্রায় ১০ হাজার মানুষ। এছাড়া শুক্রবার বড়দিন উপলক্ষে সেন্ট পিটার স্কয়ারে আরেকটি ভাষণ দেয়ার কথা রয়েছে তার। তিনি খ্রিস্টানদের প্রতি যীশুখ্রিস্টের সরলতা দিয়ে নিজেদের জীবনকে উজ্জীবিত করার আহবান জানিয়ে বলেন, খ্রিস্টের মতো স্বর্গীয় মানুষও একটি গবাদি পশুর ভোজনপাত্রে জন্ম নিয়েছিলেন। তিনি বলেন, ‘সমাজে যেখানে ভোগবাদ ও বিলাস ও সম্পদ চলছে সেখানে আদতে আমাদের নজর দেওয়া উচিত যেটা শুধুমাত্র আমাদের জন্য অপরিহার্য।’ তিনি আরো বলেন, ‘বর্তমান বিশ্বে সবাই যেখানে নির্দয় ও পাপাচারে ব্যস্ত সেখানে আমাদের সুবিচার গড়ে তোলা উচিত এবং ইশ্বরের নির্দেশনায় জীবনযাপন করা উচিত।’ চলতি সপ্তাহের প্রথম দিকে জ্বরে আক্রান্ত হয়েছিলেন ৭৯ বছর বয়সী পোপ ফ্রান্সিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট