কালিয়াগঞ্জ থানার উদ্যোগে চার্চে গিয়ে শুভেচ্ছা বার্তা


বৃহস্পতিবার,২৪/১২/২০১৫
656

বিকাশ সাহাঃ    কালিয়াগঞ্জ থানার উদ্যোগে এদিন বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মোট চারটি চার্চে গিয়ে চার্চের ফাদার ও সিস্টারের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসেন কালিয়াগঞ্জ থানার এএসআই কার্তিক সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। কালিয়াগঞ্জের মোস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের পুরুষ ও মহিলা রোমান ক্যাথলিক চার্চ, কুনোরের অল ইন্ডিয়া মিশনারী চার্চ ও ধনকৈলের নশিরহাট মিশনারী চার্চে গিয়ে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে ২৫শে ডিসেম্বর বড় দিনের প্রীতি ও শুভেচ্ছাবার্তা জানানো হয়।
কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধ্যোপাধ্যায় জানান, প্রতি বছরই থানার তরফ থেকে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত প্রতিটি চার্চে গিয়ে বড় দিনের শুভেচ্ছা বার্তা জানানো হয়। চার্চের তরফেও থানাতে গ্রিটিংস ও ফুল পাঠিয়ে দেন তাঁরা।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট