বালুরঘাটের ডাকঘর বন্ধ করে দিল গ্রাহকরা


বুধবার,২৩/১২/২০১৫
760

পরিতোষ বর্মণঃ    নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মিলছে না টাকা, এমনকি পাওয়া যাচ্ছে না পেনশন ও এম আই এসের সুদের টাকা। দীর্ঘদিন ধরে এমন ভাবেই চলছিল বালুরঘাটের বড় রঘুনাথপুর ডাকঘরটি। বেশ কিছু দিন ধরে পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা আজ ডাকঘরে তালা ঝুলিয়ে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও প্রধান ডাকঘরের আধিকারিকরা। ডাকঘরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ গ্রহকরা। সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবশেষে ডাকঘরের গেটের তালা খুলে দেয় ক্ষুব্ধ গ্রাহকরা।
ক্ষুব্ধ গ্রহকদের অভিযোগ, ওই ডাকঘরের অন্তর্গত প্রায় ৭২টি এক্যাউন্ট এর কোন হৃদিশ নেই। এমনকি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মেয়াদ উর্ত্তিণ টাকা পাছেন না তারা। আজ নয় কাল করে এক সপ্তাহের বেশী সময় ধরে তাদের শুধু ঘোরাছেন ডাকঘর কর্তৃপক্ষ। তাই তারা আজ বাধ্য হয়ে ডাকঘরের মূল গেটে তালা লাগিয়ে দেন। প্রধান ডাকঘরের সুপারিনটেন্ডেট পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে তালা খুলে দেয় ক্ষুব্ধ গ্রাহকরা।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট