ভারতে আসা দুই বাংলাদেশ কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হল


সোমবার,২১/১২/২০১৫
661

পরিতোষ বর্মণঃ    ভারত ও বাংলাদেশ কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় সাত মাস আগে অবৈধ ভাবে ভারতে আসা দুই বাংলাদেশী কিশোরকে আজ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হল। এদিন সকালে হিলি সীমান্তে দুই দেশের আধিকারিকদের সামনে শান্ত মাতবর(১৪) ও লাবলু গাজি(১৫)কে তাদের পরিবারর হাতে তুলে দেওয়া হয়। এদের বাড়ি বাংলাদেশের ঢাকার মিরপুরে বলে জানা গেছে।
জানা গেছে, কাজের প্রলোভন দেখিয়ে গত ১লা মে তে অবৈধ ভাবে তাদের ভারতে নিয়ে এসেছিল সানি নামক এক দালাল। বালুরঘাটের ল” কলেজে মোড় এলাকায় তারা পুলিশের হাতে ধরা পরে যায়। এর পর তাদের তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের হাতে। সেখান থেকে তাদের ঠাই হয়েছিল বালুরঘাটের সরকারি হোম শুভায়ণে। ওই দুই কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইন ও জাস্টিস এন্ড কেয়ারের সদস্যরা বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ সাত মাস শুভায়ন হোমে থাকার পর আজ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন ভারত বাংলাদেশের হিলি সীমান্তে দুই দেশের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংস্থার উপস্থিতিতে ওই দুই কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ দিন পর ছেলেকে কাছে পেয়ে খুশি তাদের পরিবার।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট