পরিতোষ বর্মণঃ বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় ও বালুরঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রজিৎ গুপ্তের যৌথ প্রচেষ্টায় নতুন করে সেজে উঠে সোমবার জনসাধারণের খুলে দেওয়া হল আরণ্যক। নতুন করে সংস্কারের পর এদিন এই আরণ্যকের দ্বারোদঘাটন করেন সদর মহকুমা শসক সন্দীপ দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় ও সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত।
অবশেষে জীর্ণ দশা কাটিয়ে নতুন করে সংস্কারের পর বালুরঘাটের হুসেনপুরে অবস্থিত আরণ্যক পার্কের শুভ দ্বারোদঘাটন হল সোমবার। এদিন বেলা ৩টে নাগাদ এই আরণ্যকের শুভ দ্বারোদঘাটন করেন সদর মহকুমা শসক সন্দীপ দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় ও সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজন। বেশ কয়েক বছর আগে সময় কাটানোর স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিল বালুরঘাট পঞ্চায়েত সমিতির তৈরি এই আরণ্যক। সবুজ গাছ পালায় ঘেরা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আরণ্যক শেষ পর্যন্ত রক্ষনা বেক্ষণের অভাবে জীর্ণ দশায় পরিনত হয়। রাজনৈতিক পালাবদলে বালুরঘাট পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর আরণ্যকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ও গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় ও বালুরঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রজিৎ গুপ্তের যৌথ প্রচেষ্টায় আবার নতুন রুপে সেজে ওঠে বালুরঘাটের স্বপ্নের আরণ্যক। সোমবার যা ফের একবার আনুষ্ঠানিক দ্বারোদঘাটনের পর খুলে দেওয়া হল জনসাধারণের জন্য। প্রায় ধ্বংস হয়ে যাওয়া আরণ্যককে নতুন করে ফিরে পাওয়ায় খুশি সকলেই।