পরিতোষ বর্মণঃ সোমাবার বিকেলে বংশীহারী থানার রসিদপুরের এক কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।
বংশীহারী থানার রসিদপুরের এক কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি। ছাদের টিন কেটে নগদ ৩৫ হাজার টাকা সহ মোট ৪ লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে দোকান মালিকের দাবি। আজ বিকেলে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিক জাকির হুসেনের। খবর দেওয়া হয় বংশীহারী থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সোমাবার করে বুনিয়াদপুর সহ আশে পাশে এলাকার সমস্ত দোকান পাট বন্ধ থাকে। সেই অনুসারে রসিপুরের জাকির হুসেন বাবুর কাপড়ের দোকান বন্ধ ছিল। আজ বিকেলে দোকান খুলতে গেলে চুরির বিষয়টি নজরে আসে তার। এরপর খবর দেওয়া হয় বংশীহারী থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে চুরি তদন্ত শুরু করেছে।