খবরইন্ডিাঅনলাইনঃ ইতিহাস গড়ল বার্সেলোনা। রবিবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটকে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে সর্বোচ্চ তৃতীয়বারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা। মেসি-সুয়ারেজ-নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে শিরোপা নির্ধারণী জয় তুলে নেয় কাতালানরা। রিভারপ্লেটকে হারিয়ে ক্লাব শ্রেষ্ঠত্বের বিশ্বমুকুট জিতে উচ্ছ্বাসিত। আর এই শিরোপা জয়ে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন লুইস সুয়ারেজ। তার ফলাফলটাও পেয়ে গেছেন দ্রুত। টুর্নামেন্টের গোল্ডেন বল নিজের করে নিয়েছেন সাবেক লিভারপুলের এই তারকা ফুটবলার। আর বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি জিতেছেন সিলভার বল। অন্যদিকে ব্রোঞ্জ জিতেছেন দারুণ পারফর্ম করা বার্সার পুরোনো সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা। এ শিরোপা জয়ের পর প্রথম ক্লাব হিসেবে তিনটি বিশ্বকাপ জিতল বার্সা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে দুবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা। সব মিলিয়ে এ বছরে পঞ্চম শিরোপা ঘরে তুললো লুইস এনরিকের শিষ্যরা। মেসি একটি গোল করলেও সুয়ারেজ করেন বাকি দুটি গোল। এই টুর্নামেন্টে উরুগুইয়ান স্ট্রাইকারের মোট গোল হলো পাঁচটি। সেমিফাইনালে হ্যাটট্রিক করেন তিনি। সব মিলে তিন আসরে পাঁচ গোল মেসিরও। ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি-সুয়ারেজ ছাড়াও আছেন আর্জেন্টিনার সিজার ডেলগাডো। তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপায় হাত বোলালেন মেসি, দানি আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা।
মেসি – নেইমার ও সুয়ারেজের দুর্দান্ত খেলার জন্য জয় বাসোলোনা
সোমবার,২১/১২/২০১৫
662