পরিতোষ বর্মণঃ গতকাল কৃষ্ণনগর ও বারাসতে বিজেপির আইন অমান্য আন্দোলন কর্মসূচীতে কেন্দ্রীয় বিজেপি নেতা সহ নতুন বিজেপির রাজ্য সভাপতির উপর পুলিশের হামলার প্রতিবাদে আজ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের প্রতিটি ব্লক জুড়ে আধা ঘণ্টার পথ অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে। এদিন বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে হিলি মোড়ে প্রতীকী পথ অবরোধ করা হয়। পথ অবরোধের নেতৃত্ব দেন জেলা বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী। এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী, জানান গতকাল কৃষ্ণনগর ও বারাসতে আইন অমান্য আন্দোলনে বিজেপির কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারী, সির্দ্ধানাথ সিং, কৈলাশ বিজয়বর্গী সহ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে তারা আহত হন। এর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে।
দক্ষিণ দিনাজপুরে বিজেপি পথ অবরোধ করল
শুক্রবার,১৮/১২/২০১৫
626