বিকাশ সাহাঃ দোষীদের শাস্তির দাবীতে রাজার মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোবে সামিল হল মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এদিন বিকেলে রায়গঞ্জ শহরের রাসবিহারী মোড় এলাকায় বেশ কিছুক্ষন ধরে চলে এই পথ অবরোধ। পরে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায়।
উলেখ্য মঙ্গলবার রাতে রায়গঞ্জ শহরের রাসবিহারী মোড় এলাকায় এক পানের দোকানে বিয়েবাড়ি থেকে ফেরার পথে পান খাওয়ার জন্য দ্বারীয়ে ছিল রাজা সাহা নামের এক যুবক। পেশায় গাড়ির চালক রায়গঞ্জ শ্মশান কলোনির বাসিন্দা রাজাকে সেই সময় খুব কাছ থেকে এক দুষ্কৃতি গুলি করে বলে অভিযোগ। দুষ্কৃতি কোমর থেকে আগ্নেয়স্ত্র বেড় করে রাজার মাথায় গুলি করায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। কে রাজাকে লক্ষ্য করে গুলি চালাল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
মৃতের পরিবারের অভিযোগ, রায়গঞ্জ শহরে দিনের পর দিন দুষ্কৃতিদের দূরত্ব বেড়ে চললেও প্রশাসন নির্বিকার।
দোষীদের শাস্তির দাবীতে রায়গঞ্জে পথ অবরোধ
বৃহস্পতিবার,১৭/১২/২০১৫
635