পরিতোষ বর্মণঃ এক পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার ড্রিভাইডারে ধাক্কা মারলে একটি যাত্রী বোঝাই অটো উল্টে যায়। ঘটনায় আহত হয় অটোতে থাকা প্রায় ১২ জন যাত্রী। আহত যাত্রীদের মধ্যে আটজন বর্তমানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিকেলে ঘটনাটি ঘেটেছে বংশীহারী থানার বুনিয়াদপুরে। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্থ অটোটিকে উদ্ধার করে নিয়ে গেলে স্বাভাবিক হয় পরিস্থিত। শুরু হয় যান চলাচল।
জানা গেছে, অটোটি গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুরে আসছছিল। সেই সময় বংশীহারী ব্লক অফিসের সামনে এক পথচারীকে বাঁচাতে গেলে রাস্তার ড্রিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় এলাকাবাসিরা আহতদের উদ্ধার করে রসিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। এদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়।
যাত্রী বোঝাই অটো উল্টে গেল
বুধবার,১৬/১২/২০১৫
611