শাহরুখ খান ফোবস -এর শীর্ষে


মঙ্গলবার,১৫/১২/২০১৫
771

খবরইন্ডিয়াঅনলাইনঃ    জনপ্রিয়তায় ফের সলমনকে  ছাপিয়ে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৫ সালের ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ জনের তালিকায় নিজের হারানো অবস্থানে ফিরে এলেন কিং খান। গত বছর তিন নম্বরে নেমে গিয়েছিলেন শাহরুখ। এ বছর আবার এক নম্বরে উঠে এলেন তিনি। তাঁর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন সলমন।

তৃতীয় স্থানে অমিতাভ বচ্চন। শাহরুখের বার্ষিক আয় ২৫৭.৫ কোটি রূপি। শুধু তাই নয়। শাহরুখের সম্পত্তির পরিমাণ দু হাজার ৮১৯ কোটি রূপি। তালিকার ১শ’ জন তারকার আয় যোগ করলে যা দাঁড়ায় তার নয় শতাংশ।

এই বছর প্রথমবারের জন্য প্রথম পাঁচে উঠে এসেছেন আমির খান। তালিকায় এসেছেন মাধুরী দীক্ষিত ও আলিয়া ভাট। তবে উল্লেখযোগ্য ভাবে যারা একশো জনের তালিকায় রয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ধনুষ(৩৭, গত বছর তাঁর স্থান ছিল ৭৮), রোহিত শর্মা(১২) ও আল্লু অর্জুন(৪২)।

এই বছর তালিকায় রয়েছেন ১৪ নতুন মুখ। এঁদের মধ্যে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন(৩১), পরিচালক এস এস রাজামৌলি ও অভিনেতা প্রভাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট