পরিতোষ বর্মণঃ দলছুট এক হাতিকে ধরতে নাজেহাল বনকর্মীরা। গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে তান্ডব চালানোর পর সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গি এলাকায় দেখা গেল ওই হাতিটিকে। সকালে হাতিটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা খবর দেয় কুশমন্ডি ব্লকের বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি রেঞ্জের আধিকারিক সুনলী কুমার ঘোষ সহ বনকর্মীরা। অন্যদিকে খবর পেয়ে হরিরামপুরে আসে রায়গঞ্জ দফতরের বনকর্মীরা। হাতিটি রায়গঞ্জ, বিহার, দূর্গাপুর থেকে ইটাহার হয়ে হরিরামপুরে চলে এসেছে বলে প্রাথমিক অনুমান বন দফতরের আধিকারিকের। হাতিটিকে দেখার জন্য ছুটে আসে এলাকার কয়েকশো কৌতূহলী মানুষ। প্রচুর লোক দেখে হাতিটি ফের রওনা হয় মালদার গাজোলের দিকে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। কুশমন্ডি রেঞ্জের আধিকারিক সুনলী কুমার ঘোষ জানিয়েছেন, দল ছুট হাতিটিকে ধরার জন্য দুটো হাতি আনা হচ্ছে ।
দলছুট হাতিকে ধরতে নাজেহাল বনকর্মীরা
সোমবার,১৪/১২/২০১৫
643