নজমু নাট্য নিকেতন মঞ্চে মঞ্চস্ত হল কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের নাটক “চোর চরণদাস”


রবিবার,১৩/১২/২০১৫
1139

বিকাশ সাহাঃ    এদিন রবিবার সন্ধ্যে ৭ টায় কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে মঞ্চস্ত হল অনন্য থিয়েটারের নাটক “চোর চরণদাস”। স্বপ্নময় চক্রবর্তীর গল্প অবলম্বনে দেবতোষ দাশের নাটক চোর চরণদাসের নির্দেশনায় রয়েছেন দীপঙ্কর পাল। সহ- নির্দেশনায় প্রদীপ কুণ্ডু। কথা, সুর ও সঙ্গিত পরিচালনায় তমস রঞ্জন ব্যানার্জী। করিওগ্রাফিতে রয়েছেন জয়ন্তী সাহা।
কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কর্ণধার বিভুভূষণ সাহা জানান, এক ছিঁচকের চোরের জীবনযাত্রা ও দেশের বিভিন্ন দুর্নীতি সহ আর্থিক কেলেঙ্কারী তুলে ধরা হয়েছে এই নাটকের মধ্যে। মান্ধাতা আমলের সিঁদকাঠি দিয়ে ও গায়ে চিপচিপে তেল মেখে ছিঁচকে চোরেদের চুরির দিন আজ শেষ। আজ বড় বড় চোরের দল সব, সুটেট বুটেট। তাঁদের টাকা চুরির মাপকাঠি লক্ষ ছাড়িয়ে কোটিতে পৌঁছে গিয়েছে। ফলে আজ ছিঁচকে চোরেদের না খেতে পেয়ে দিন কাটানোর কাহিনী অবলম্বনে এই নাটক “চোর চরণদাস”। আন্তর্জাতিক নাট্য উৎসব, ভারত রঙ্গ মহোৎসবে দিল্লীর শ্রীরাম সেন্টারে আগামী ২০ শে ফেব্রুয়ারী কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের নাটক “চোর চরণদাস” মঞ্চস্ত হবে। সম্পূর্ণ লোকআঙ্গিকে ও লোক সঙ্গিতের ব্যবহারে সমৃদ্ধ ১ ঘণ্টা ২৫ মিনিটের নাটক “চোর চরণদাস” মন কেড়েছে নাট্য প্রেমী মানুষের।DSCN8170

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট