পরিতোষ বর্মণঃ লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত দুই। মৃত দু’জনের নাম দুলাল পাহান ও বিষ্ণু পাহান। তবে এদের বাড়ি কোথায় বাড়ি তা জানা যায় নি। ঘটনায় অটোতে থাকা বাকির চারজন গুরুতর আহত অবস্থায় বালুরঘাট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে তিনজন কিশোরী রয়েছে। আজ দুপুরের ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার আটইর পেট্রোল পাম্প সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার জেরে বেশ কিছু ক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আই সি বিপুল ব্যানার্জীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ ও ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে আসলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এর পর শুরু হয় যান চলাচল। ঘটনার পর লরির চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টা নাগাদ পতিরামগামী একটি অটো ও বালুরঘাট গামী একটি লরি মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় অটোতে চালক সহ মোট ৬ জন যাত্রী ছিল। স্থানীয় এলাকাবাসিদের অভিযোগ, এর আগেও ওই একই জায়গায় অনেকবার পথ দুর্ঘটনা ঘটলেও কোন প্রশাসনের পক্ষ থেকে কোন রকম স্পিড ব্রেকার বা ব্যারিকেটের ব্যবস্থা করেনি।
লরি ও অটোর মধ্যে সংঘর্ষ
রবিবার,১৩/১২/২০১৫
630