বিকাশ সাহাঃ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথমবর্ষ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। এদিন রবিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত তরঙ্গপুর এন কে উচ্চ বিদ্যালয়ের নিজস্ব মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথমবর্ষ ব্লক সম্মেলন শুরু হয়। সমিতির পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সুচনা করেন তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অসীম ঘোষ। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা বিপাসা দাস সিনহা, উচ্চ মাধ্যমিক কাউন্সিলের জেলা কনভেনর সঞ্জয় দাস, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি ব্যোমকেশ বর্মণ, তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি তপন দেবসিংহ, শহর সভাপতি কমল ঘোষ সহ প্রমুখ।
বছর দেরেক আগে তৈরি হওয়া পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পুরানো কমিটিই বহাল থাকল এই সম্মেলনে। কমিটিতে রয়েছেন, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ব্লক সভাপতি হৃদয় চন্দ্র সরকার, সহ-সভাপতি মহম্মদ এজাবুল হক, কার্যকারী সভাপতি শ্যামল কুমার সাহা, সম্পাদক গবিন্দ চন্দ্র বর্মণ। কালিয়াগঞ্জ ব্লকের ২১ টি স্কুলের ১৯ জনকে নিয়ে ব্লক কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিই এদিনও বহাল থাকল।
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ব্লক সহ-সভাপতি মহম্মদ এজাবুল হক বলেন, কালিয়াগঞ্জ ব্লকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, সমাজের পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার আঙিনাকে শিক্ষাপযোগী করে তোলার ব্রত নিয়ে পথ চলা শুরু করেছিল। আমরা কি কাজ করেছি, কি কি করতে পারিনি তা মূল্যায়ন করাই ছিল আমাদের এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। পূর্বের কমিটিই এদিনও বহাল থাকল। নতুন করে উপর মহল থেকে কোণও নির্দেশ আসলে নতুন করে ব্লক কমিটি গঠন করা হবে।
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথমবর্ষ কালিয়াগঞ্জ ব্লক সম্মেলন
রবিবার,১৩/১২/২০১৫
717