পরিতোষ বর্মণঃ ১২ই ডিসেম্বর বিশ্ব পাখি দিবস ঘোষণার দাবিতে বালুরঘাটে শনিবার সকালে দিবসটি পালন করলো একটি পাখি প্রেমী সংগঠন। পাখি দিবসের গুরুত্ব বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক সেই বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি তুলে ধরা হয়। এদিন সকালে বালুরঘাট নাট্য মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর পরিক্রমা করে সংগঠনের বিভিন্ন সদস্যরা। এছাড়াও পাখি সম্পর্কে বিভিন্ন প্রাকৃতিক গুরুত্বের কথা তুলে ধরণের সংস্থার অন্যতম সদস্য দেবব্রত ঘোষ ও কৃষ্ণপদ মন্ডল। আলোচনার পাশাপাশি পাখি প্রেম নিয়ে রচিত একটি গান পরিবেশন করেন গায়ক শঙ্কর ঘোষ। এদিনটিকে বিশ্ব পাখি দিবস হিসেবে চিহ্নিত করবার জন্য ২০১২ সাল থেকে প্রতি বছর ১২ ডিসেম্বর এই দিবস উদযাপন করছে এই সংগঠন। শুধু মাত্র দিনটি উদযাপন নয়, সংগঠনের পক্ষ থেকে ১২ই ডিসেম্বর বিশ্ব পাখি দিবস ঘোষণার আবেদন করা হয় ইউনিসেফের কাছে।
বালুরঘাটের দাবি ১২ ডিসেম্বর বিশ্ব পাখি দিবস ঘোষণা করা হোক।
রবিবার,১৩/১২/২০১৫
489