পরিতোষ বর্মণঃ ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক পথ চলতি মহিলা পথচারির। ঘটনায় তার দেড় বছরের সন্তান আহত হন। তাকে অবশ্য প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আজ বিকেলে ঘটনাটি ঘটে বংশীহারী থানার দৌলতপুর এলাকায়। মৃত মহিলার নাম কোহিনুর বেগম(৩০)। বাড়ি হরিরামপুর থানার বৈরহাট্টা এলাকায়। ঘটনার জেরে ৫১২ নম্বর জাতিয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দৌলতপুর ফাঁড়ির পুলিশ ও বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এর পর স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা গেছে, আজ বিকেলে দৌলতপুরে রাস্তা পার হবার সময় আচমকা বুনিয়াদপুর গামি একটি ট্রাক্টর কোহিনুর বেগমকে ধাক্কা মারে। ধাক্কায় ঘটনাস্থলে মৃত্য হয় তার। ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল পথ চলতি এক মহিলার
বৃহস্পতিবার,১০/১২/২০১৫
556