বন্যা দুর্গতদের জন্য টাকা দান করল যৌনকর্মীরা


বৃহস্পতিবার,১০/১২/২০১৫
345

খবরইন্ডিয়াঅনলাইনঃ    যৌনকর্মীরা চার দিন দুই বেলা না খেয়ে অর্থ জমিয়ে তা দান করেছেন বন্যাদুর্গত মানুষের জন্য।  মহারাষ্ট্র রাজ্যের এক পতিতাপল্লির নারীরা চেন্নাইয়ের বন্যাকবিলত মানুষের জন্য তাদের অনুদান সরকারি তহবিলে জমা করেছেন।

আহমেদনগরে স্নেহালয় নামে একটি এনজিওর মাধ্যমে ১ লাখ টাকা  চেক ডিস্ট্রিক কালেক্টর অনীল কাওয়াড়ের হাতে তুলে দিয়েছেন যৌনকর্মীরা। তাদের এই অনুদান ভারি বৃষ্টির কারণে বন্যায় পীড়িত লোকদের মধ্যে বিতরণ করা হবে।

স্নেহালয়ের প্রতিষ্ঠাতা গিরিশ কুলকারনি জানিয়েছেন, আহমেদনগরের ওই পতিতাপল্লির ৩ হাজার  নারীর  মধ্যে ২ হাজার জন বন্যাদুর্গতের জন্য ত্রাণতহবিলে সাহায্য দিয়েছেন।

গিরিশ কুলকারনি আরো বলেন, চেন্নাইয়ে বন্যাকবলিত মানুষের কথা জানার পর তারা সিদ্ধান্ত নেন কিছু-না-কিছু করার। সে অনুযায়ী তারা অনুদান তহবিলে অর্থ জমা করেন।

নামিলনাড়ুর উপকূলাঞ্চল এবং রাজধানী চেন্নাইয়ে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট