কালিয়াগঞ্জ ২ নম্বর সার্কেলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা


বুধবার,০৯/১২/২০১৫
772

বিকাশ সাহাঃ    এদিন বুধবার কালিয়াগঞ্জ ২ নম্বর সার্কেলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রতিবাদ ফুটবল ময়দানে। ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েত, ২ নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েত, ৩ নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত, ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েত সহ কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত মোট ১৪০টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি এস এস কের মধ্যে প্রথম স্থানাধিকারী ১৩০ জন প্রতিযোগী সার্কেল ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ২৮ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে অঞ্চল ভিত্তিক শ্রেষ্ট বিদ্যালয়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অঞ্চল ভিত্তিক শ্রেষ্ট বিদ্যালয়ের পুরষ্কার পায় ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের  উত্তর লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতের হজরতপুর প্রাথমিক বিদ্যালয়, ৩ নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের তিলগাঁ প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত শেঠকলোনি প্রাথমিক বিদ্যালয়( মর্নিং)। সার্কেল স্তরের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী আগামী ১১ই ডিসেম্বর হেমতাবাদের থানা মাঠে অনুষ্ঠিত হতে চলা জোনাল ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হেমতাবাদের থানা মাঠেই আগামী ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা ক্রিয়া প্রতিযোগিতা। সার্কেল স্তরের ক্রিয়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ২ নম্বর সার্কেলের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার সম্পাদক গৌতম ভদ্র, শিক্ষক জাহাঙ্গীর কবির, কার্ত্তিক দাস প্রমুখ।   DSCN8170

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট