খবরইন্ডিয়াঅনলাইনঃ আলোচিত ন্যাশনাল হেরাল্ড মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৯ ডিসেম্বর। আজ শুনানির কথা ছিল।
গতকাল সোমবার এই মামলায় কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও রাহুলকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তাদের আইনজীবী আদালতে আবেদন করেন, পূর্ব নির্ধারিত কয়েকটি কাজ থাকার জন্য এ দিন তাঁদের শুনানি থেকে যেন অব্যাহতি দেওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়েই শুনানির তারিখ পেছানো হয়।
এই মামলা কি রাজনৈতিক প্রতিহিংসার বশেই করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে সোনিয়া বলেন, “বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি। আমি ইন্দিরা গাঁন্ধীর পুত্রবধূ। কোনও কিছুতেই ভয় পাই না। আর পাবই বা কেন?”
সোনিয়া-রাহুল ছাড়াও এই মামলায় অন্য পাঁচ অভিযুক্ত হলেন সুমন দুবে, মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সাম পিত্রোদা এবং ইয়ং ইন্ডিয়া লিমিটেড।