খবরইন্ডিয়াঅনলাইনঃ সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সংলাপ ছাড়াই অভিনয় করে মুগ্ধ করেছে হারশালি মালহোত্রা। ভারতে হারিয়ে পাকিস্তানি বালিকার ভূমিকায় তার চোখ-মুখের অভিব্যক্তি মন জয় করেছে সবার। দর্শকদের ভালোবাসার পর এবার আসতে শুরু করেছে পুরস্কারের জন্য মনোনয়ন।বিগ স্টার এনটারটেইনমেন্ট অ্যাওয়ার্ডসে সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছে সাত বছরের হারশালি। তার প্রতিদ্বন্দ্বী অক্ষরা হাসান (শামিতাভ), আথিয়া শেঠি (হিরো), ভূমি পেড়নেকর (দম লাগা কে হেইশা), সানাহ কাপুর (শানদার) ও আনুশকা রঞ্জন (ওয়েডিং পল্লব)। চলতি মাসের শেষ সপ্তাহে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি।‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে অভিনয়ের জন্য এর আগে ১৫তম ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছে হারশালি। কয়েকদিন আগে সালমানের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র শিরোনাম-গানের তালে নেচে ফের খবরের শিরোনামে আসে সে।