বিজেপি’র প্রতিনিধি দল আক্রান্ত


সোমবার,০৭/১২/২০১৫
663

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    পুন্ডিবাড়িতে বিজেপির রাজ্য প্রতিনিধি দলের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।বাদ যায়নি দলের মহিলা নেত্রীরাও। কোচবিহারের পুন্ডিবাড়িতে প্রকাশ্যেই খুন হন তৃণমূল নেতা নারায়ণ মহানায়ক। খুনের জন্য বিজেপিকে দায়ী করে তৃণমূল। ভাঙচুর হয় বিজেপি পার্টি অফিস।বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা খুনের পরেই এলাকায় বারবার আক্রান্ত হয়েছেন তাদের দলের কর্মীরা।কর্মীদের পাশে দাড়াতে রবিবার পুন্ডিবাড়ি যাওয়ার কর্মসূচি নেয় রাজ্য বিজেপি।জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা এলাকায় পৌছতেই হামলা শুরু হয়।চলে গাড়ি ভাঙচুর। আক্রান্ত হন ছয় বিজেপি কর্মী। প্রতিবাদে কোচবিহার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। ( ছবিঃ প্রতিকী )।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট