অভিনেত্রী পূর্ণিমা অসুস্থ’র কারণে অনেক কাজ হারাচ্ছেন


শনিবার,০৫/১২/২০১৫
743

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    পাকস্থলীর সমস্যায় ভুগছেন পূর্ণিমা। গত বছর পাকস্থলীতে ছোট ছোট কিছু পাথর ধরা পড়েছিল এই অভিনেত্রীর। চিকিত্সার পর সাত-আট মাস ভালোই ছিলেন।

আগস্ট থেকে সমস্যাটা নতুন করে দেখা দিয়েছে। এখন কোনো খাবারই ঠিকমতো হজম হচ্ছে না তার।

এর মধ্যে আবার এক সপ্তাহ ধরে জেঁকে বসেছে জ্বর আর কাশি। এখন পারিবারিক ডাক্তারের কাছে চিকিত্সাধীন আছেন।

পূর্ণিমা বলেন, ‘পাকস্থলীর সমস্যাটা খুব ভোগাচ্ছে। তেমন কিছুই খেতে পারছি না। তা ছাড়া বাইরের খাবার মোটেও সহ্য হচ্ছে না।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি বেশ কিছুদিন ধরে। তবুও ফল ভালো হচ্ছে না। এক সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছি। পরপর তিনটি কাজ ছেড়ে দিলাম। জানি না কবে পুরোপুরি সুস্থ হতে পারব।’

৮ ডিসেম্বর থেকে একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে করতে পারবেন না বলেও জানালেন পূর্ণিমা। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন অভিনয়ের জগতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট