কম্বোডিয়ান চিকিৎসকের জেল হল, কারণ এইডস ছড়ানোর অভিযোগে !


শনিবার,০৫/১২/২০১৫
753

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    পুরনো সূঁচ ব্যবহার করে শতাধিক লোকের দেহে মরণঘাতী এইচআইভি ছড়িয়ে দেওয়ার অভিযোগে কম্বোডিয়ান এক চিকিৎসককে ২৫ বছরের জেল দেওয়া হয়েছে। খবর সিএনএনের।

ফোনম পেনহ পোস্ট পাত্রিকার গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাত্তামবাং প্রদেশে চিকিৎসা নিতে আসা রোগীদের দেহে এইচআইভি (হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস) ছড়ানোর অভিযোগে ইয়েম চোরিউমকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে নিজ দেহে এইচআইভির উপস্থিতি লক্ষ্য করে রোকার গ্রামের অনেক বাসিন্দা চোরিউমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইচ্ছাকৃতভাবে রোগীদের দেহে এইচআইভি ছড়িয়ে দেওয়া ও অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে চোরিউমকে এ সাজা দেওয়া হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখনও ৪ হাজারের মতো অবৈধ চিকিৎসক চিকিৎসা করে যাচ্ছেন।ইউএনএইডসের তথ্যানুযায়ী কম্বোডিয়ায় বর্তমানে ৭৬ হাজার লোক এইডস আক্রান্ত।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট