Categories: জাতীয়

আবেদন খারিজ হয়ে গেল আমির খানের বিরুদ্ধে আনা মামলা

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ইন্দোরের একটি স্থানীয় আদালত আমির খানের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয়। দেশে  অসহিষ্ণুতা বেড়ে চলাকে কেন্দ্র করে আমির খানের এক বিবৃতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে হিন্দুত্ববাদী মহল থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দেয়া হয়। এরই অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের আবেদন দায়ের করা হয় দেশের বিভিন্ন আদালতে।

আইনজীবী আশোক সোহনি, অশোক ভার্গব এবং অন্যদের পক্ষ থেকে করা আবেদনের যুক্তিতে অসম্মতি জানিয়ে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) জিতেন্দ্র সিং কুশওয়াহ বলেছেন, আমিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারা মোতাবেক দেশদ্রোহের মামলা করার মতো যুক্তিসঙ্গত কোনো ভিত্তি নেই।

আবেদনকারী অশোক ভার্গব অবশ্য বলেছেন, তাদের অভিযোগ খারিজ হওয়ার সিদ্ধান্তকে রিভিউ আবেদন দাখিল করে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে।

আমির খানের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর আদালতে অভিযোগ করে বলা হয়, অসহিষ্ণুতা প্রসঙ্গে বিবৃতি দিয়ে আমির খান দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষের অনুভূতিকে উসকে দেয়ার চেষ্টা করেছেন এজন্য তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালানো উচিত। এসিজেএম জিতেন্দ্র সিং কুশওয়াহ আবেদনটি গ্রহণ করে ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন এসিজেএম কুশওয়াহ।

প্রসঙ্গত, আমির খান অসহিষ্ণুতা প্রসঙ্গে দেশের জন্য অবমাননাকর বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ করে ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’র পক্ষ থেকে তাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেয়া হয়। সংগঠনটির কার্যকরী প্রেসিডেন্ট কমলেশ তিওয়ারির দাবি করেন, ‘মাতৃভূমিকে অপমানকারী’ আমির খান এবং শাহরুখ খানের মতো অভিনেতারা ‘দেশদ্রোহী’। এদের ভারত ত্যাগ করা উচিত।

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে দেশে চলমান অসহিষ্ণুতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন আমির খান। এ নিয়ে তিনি বা তার পরিবার কতটা উদ্বিগ্ন তা বোঝাতে স্ত্রী কিরণ রাওয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “কিরণের সঙ্গে যখন এই বিষয়ে কথা বলি তখন ও আমাকে বলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে না তো? ও ওর বাচ্চার নিরাপত্তার জন্য ভীত। আমাদের আশেপাশের পরিবেশ কী হবে তা ভেবে ও ভয় পাচ্ছি।

admin

Share
Published by
admin

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

5 hours ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

5 hours ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

5 hours ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

1 day ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

1 day ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

1 day ago