খবরইন্ডিয়াঅনলাইনঃ কল্যাণী মণ্ডল খুনের পর একরাশ আতঙ্ক গ্রাস করছে বাঁকুড়া শহরের রেলকলোনী কমরার মাঠ এলাকার বাসিন্দারা । আতঙ্কের জেরে সন্ধ্যের পর কার্যত গৃহবন্দী মহিলারা।ঘটনার পর টানা ৭২ ঘন্টা কাটতে চললেও অধরা অভিযুক্তরা।এই পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ এনে মৌন মিছিলে সামিল স্থানীয় এলাকার গৃহবধূ মহিলা ষ সাধারণ মানুষ। মিছিলে যোগদেন কয়েকশো মহিলা।নিহত কল্যাণী মণ্ডলের বাড়ি কমরার মাঠ থেকে শুরু করে মৌনমিছিল প্রদক্ষিণ করে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায়।ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে ও এলাকায় মহিলাদের নিরাপত্তার দাবীতে এলাকায় পুলিশি টহলদারীর দাবীতে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় গৃহবধূ রমা মাঝি জানান “এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি।এলাকায় সমাজ বিরোধীরা অবাধে কাজ করলেও নির্বিকার পুলিশ।এই অবস্থায় নিরাপত্তার অভাব বোধ করছি।এই ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। আমরা প্রশাসনকে বলেছি খুনীদের যত তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।
বাঁকুড়ায় মৌন মিছিল খুনের কিনারা না হওয়াতে
শুক্রবার,০৪/১২/২০১৫
564