পথ দুর্ঘটনায় মৃত্যু ৭ ক্ষুদে স্কুল পড়ুয়ার ঃ উত্তর দিনাজপুর !


বৃহস্পতিবার,০৩/১২/২০১৫
890

 বিকাশ সাহাঃ   পথ দুর্ঘটনায় মৃত্যু ৭ স্কুল পড়ুয়ার। ঘটনাস্থলে ব্যপক উত্তেজনা। পুলিশ দেরীতে আসার অভিযোগ এনে ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসামাত্র তাতে ভাংচুর করে উত্তেজিত জনতা। উত্তেজিত জনতার এলোপাথারি ইটবৃষ্টিতে আহত হন তিন পুলিশ কর্মী। এদিন বৃহস্পতিবার দুপুর দুটো নাগাত উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের রামপুর এলাকার ঘটনা।
বেসরকারী ব্যুলেরো গাড়ি ভাড়া নিয়ে চাকুলিয়া থেকে ১১ জন ছাত্র কিষাণগঞ্জের বেসরকারী সেন্ট জেভিয়ার্স স্কুলে গিয়েছিল। বেলা দেরটায় স্কুল ছুটির পর ঐ ব্যুলেরো গাড়ি স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ি ফিরছিল। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে কিষাণগঞ্জ ওভারব্রিজ পার হয়ে চাকুলিয়ার রাস্তায় ব্যুলেরো গাড়িটি আসতেই রামপুর এলাকায় উল্টো দিক থেকে আসা পণ্য বোঝায় লড়ির সঙ্গে ব্যুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পিষ্ট হয়ে যায় বেসরকারী ব্যুলেরো গাড়িটি। স্থানীয় সুত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্র অর্ণব মজুমদার, নীলোৎপল দাস, তৃতীয় শ্রেণীর ছাত্র হিমেশ সেন এবং চতুর্থ শ্রেণীর ছাত্র গোপাল সরকারের। কিষাণগঞ্জ হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মৃত্যু হয় সাহি আজনান নাজনি নামে এক ছাত্রর। আহতদের উদ্ধার করে কিষাণগঞ্জ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে স্থানীয় মানুষজন। কৃষাণগঞ্জ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক ছাত্রের, খবর লেখার সময় পর্যন্ত তার নাম জানা যায়নি।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট