বুনিয়াদপুরে নতুন বাসস্ট্যান্ড -এর কাজ বন্ধ হল


মঙ্গলবার,০১/১২/২০১৫
681

পরিতোষ বর্মণঃ    তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর পর দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নতুন বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ নেয়। বছর তিনেক আগে তোড়জোড়ের সাথে কাজ শুরু হয় বাসস্ট্যান্ডের। তিন বছর আগে কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের নির্মাণ কাজ। আর তাই কাজ শেষ নিয়ে প্রশ্ন তুললো এলাকার বিধায়ক থেকে স্থানীয় এলাকাবাসির।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা সদর শহর ও অন্যতম ব্যস্ততম এলাকা বুনিয়াদপুর। রায়গঞ্জ বা মালদা জেলার সংযোগ স্থলে অবস্থিত বুনিয়াদপুর ভৌগলিক কারনেই গুরুত্ব পেয়ে গড়ে উঠেছে একটা বিশাল জনপথে। কিন্তু তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর বুনিয়াদপুরের নতুন বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ নেওয়ার পরেও আজও শেষ হলো না বাসস্ট্যান্ড তৈরির কাজ। স্থানীয় এলাকাবাসিদের অভিযোগ বাসস্ট্যান্ডের নির্মাণ কাজ সমাপ্ত না হবার কারণে নিত্য দিন রাস্তার পাশে বিপদজনক ভাবে দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হয় বাসযাত্রীদের। বর্ষাকালে এক হাঁটু জমা জল পার হয়ে উঠতে হয় বাসে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে ২কোটি ১৭ লক্ষ বরাদ্দ টাকায় নির্মাণ কাজ শুরু হলেও আজ পর্যন্ত কাজ শেষ না হওয়ায় ক্ষোভ এলাকায়। নির্মাণ কাজের ঢিলেমি নিয়ে এলাকার বিধায়ক বিপ্লব মিত্র প্রশ্ন করা হলে তিনি অকপটে তা স্বীকার করেন। তিনি জানান বিষয়টি লক্ষ্য করেছেন, এ বিষয়টি দেখার জন্য ইতিমধ্যে জেলা শাসককে তিনি জানিয়েছেন। Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট