খবরইন্ডিয়াঅনলাইনঃ কমল হাসান এবং শ্রীদেবী অভিনীত ক্ল্যাসিক ছবি ‘সদমা‘ ফের আসছে । এই ছবির রিমেকের দায়িত্ব নিয়েছেন ফিল্মমেকার লয়েড বাপ্টিস্টা। ইংরেজি এবং তামিল এই দুই ভাষায় ছবি তৈরি করা হবে ।
তবে এই নতুন রিমেকে কোন অভিনেতারা থাকবেন তা এখনো ঠিক হয় নি । আসলে কমল হাসান এবং শ্রীদেবীর মতো অভিনেতাদের সাবস্টিটিউট পাওয়া খুব কঠিন । তাই ধীরে সুস্থে অভিনেতা বাছাই করা চলছে । কাস্টিং ডিরেক্টার মুকেশ ছাবরা এই ব্যাপারে কাজ করছেন ।
এই ছবির সত্ত্ব ইতিমধ্যে লয়েড কিনে ফেলেছেন । উনি জানিয়েছেন ‘ আমি এই ছবির রিমেক বানাচ্ছি । আমি যুবক বয়েসে ‘সাদমা‘ দেখেছিলাম । ছবির শেষ দৃশ্য গভীরভাবে আমার মনে দাগ কাটে । আমার মনে হয় বর্তমান প্রজম্ন ভালোবাসায় বিশ্বাস করে না‚ তাদের এই ধরণের ছবি দেখা উচিত।‘
বালু মহেন্দ্রের পরিচালনায় ১৯৮৩ সালে তামিল ভাষায় তৈরি হয় ‘মুন্দ্রম পিরাই‘। ‘সাদমা‘ এই ছবিরই হিন্দী রিমেক । এক যুবতী যে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলে‚ তার চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে । স্কুল শিক্ষকের চরিত্রে ছিলেন কমল হাসান । এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন কমল হাসান ।