পরিতোষ বর্মণঃ শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষাকালী মেলা থেকে সন্দেহ জনক মোট ১১টি কিশোরকে উদ্ধার করলো পুলিশ। গতকাল রাতে তাদের উদ্ধার করার পর স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। শনিবার আটক কিশোরদের চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পেশ করার পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া ১১জন কিশোরদের মধ্যে ৫ জনের বাড়ি বোল্লা এলাকায়, তিনজনের বাড়ি গঙ্গারামপুর, দু’জনের বাড়ি মালদা ও একজনের বাড়ি শিলিগুড়ি বলে জানা গেছে। এই কিশোরদের মূলত জুয়ার আসর, পকেট মারি সহ নানা অপরাধ মূলক কাজের আসর থেকে পুলিশ আটক করেছে।
মেলা থেকে সন্দেহ জনক ১১ জন কিশোরকে উদ্ধার করল পুলিশ
শনিবার,২৮/১১/২০১৫
685