মুম্বাইতে সহপাঠীকে ধর্ষণ করে সেই ছবি নেটে দিল ছাত্ররা


শুক্রবার,২৭/১১/২০১৫
524

খবরইন্ডিয়াঅনলাইনঃ    নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ স্কুলছাত্রকে গ্রেফতার করল মুম্বই পুলিশ ৷ ধর্ষণের পর সেই ভিডিও হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে । ৮ নভেম্বর অন্যদিনের মতোই ক্লাস টেনে পড়া ওই কিশোরীকে পড়ায় সাহায্য করার জন্যে ফোন করে ডেকে পাঠায় ঘটনায় অভিযুক্ত এক কিশোর। সেখানেই অপেক্ষা করছিল অন্য কিশোরেরা। মেয়েটি যে এলাকার বাসিন্দা, সেখানেই অভিযুক্তরা থাকে। মেয়েটিকে বাড়িতে ডেকে একে একে ধর্ষণ করে, এবং সেই ঘৃণ্য ঘটনাটি তারা ভিডিওতে রেকর্ডও করে রাখে। মেয়েটিকে এমএমএস ক্লিপটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চুপ করালেও, তারা ভিডিওটি ছড়িয়ে দেয় ওয়াটসঅ্যাপে। গত ২৫ নভেম্বর মেয়েটির কাকিমার কাছে আসে সেই ভিডিও। তারপরই ঘটনাটি প্রকাশ্যে আসে।মানসিকভাবে বিধ্বস্ত নাবালিকার থেকে সব ঘটনা জানার পর থানায় এফআইআর করেন মেয়েটির আত্মীয় ৷ এরপরই গণধর্ষণের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬জি ধারায় এবং পসকো আইনে ৪ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তদের সবার বয়সই ১৫ থেকে ১৬ বছরের মধ্যে হওয়ায় অভিযুক্তদের পাঠানো হয়েছে  হোমে ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট