নাবালিকা পরিচালিকাকে ধর্ষণের অভিযোগ , হেমতাবাদের


বুধবার,২৫/১১/২০১৫
695

 বিকাশ সাহাঃ   ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলো হেমতাবাদের বাসিন্দা জারদ্রিস আলির বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ির নউসরা গ্রামের বাসিন্দা জারদ্রিস আলির(৪৫) বাড়িতে গত আট বছর ধরে পরিচালিকার কাজ করত ওই কিশোরী। কিশোরীর দাদুর অভিযোগ, তাঁর নাবালিকা নাতনির সঙ্গে জোর পূর্বক সহবাসে লিপ্ত হয়  জারদ্রিস আলি। যার ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরীটি। ঘটনাটি জানাজানি হতেই গর্ভপাত করানোর প্রস্তাব দেয় অভিযুক্ত জারদ্রিস। এনিয়ে গ্রামে সালিশি সভাও বসে। কিন্তু সালিশি কোনও সুফল বেড়িয়ে না আসায় ন্যায্য বিচারের দাবীতে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর পড়িবার। কিশোরীর পড়িবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট