কবিতা


সোমবার,২৩/১১/২০১৫
838

পরকীয়া / রুদ্রশংকর

হালকা করে যেই নেমেছি শ্যামা-নতুন জলে
বন্ধুর বৌ হাত ধরল পাহাড়ে জঙ্গলে
#
বুকে তখন ঘনিষ্ঠ সুখ, একলাফে কৈলাস
সর্বনাশের মাথায় রোদ, পা’য়ে বৃষ্টিমাস
#
চোখের গুহায় স্রোত নেমেছে, কলঙ্ক-গান গাঁথা…
পরক্ষণে মাথার উপর বান্ধবীদের ছাতা
#
হাতে ওঠে নিন্দেমন্দ, ভ্যালেন্টাইন জ্বর
এক যুবতীর মৃণাল ছিঁড়ে এক যুবতীর ঘর ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট