বিকাশ সাহাঃ কামদুনী থেকে কাকদ্বীপ গণধর্ষণের প্রতিবাদে এদিন সোমবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে প্রশাসনকে ধিক্কার জানিয়ে পথসভার আয়োজন করে সিপিআইএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপে ধর্ষণ করে খুন করার মত অপরাধের বিরুদ্ধে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ধিক্কার বিক্ষোব ও পথসভা করে এসএফআই , ডিওয়াইএফআই ও মহিলা সংগঠন।
রায়গঞ্জে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের মহিলা রাজ্য নেত্রী কৃষ্ণা সেনগুপ্ত বলেন, যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে কামদুনী থেকে কাকদ্বীপের মত ঘটনা এ দেশের মানুষের কাছে জলন্ত কলঙ্কিত লজ্জা।
কৃষ্ণা দেবী ছাড়াও এদিনের পথ সভায় বক্তব্য রাখেন, , ডিওয়াইএফআই- এর জেলা সম্পাদক কার্ত্তিক দাস, এসএফআই- এর জেলা সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ প্রমুখ।
কামদুনী থেকে কাকদ্বীপ গণধর্ষণের প্রতিবাদে ধিক্কার বিক্ষোভ ও পথসভা রায়গঞ্জে
সোমবার,২৩/১১/২০১৫
744