অসমের রাজ্যপালের মন্তব্য নিয়ে চারিদিকে নিন্দার ঝড়


সোমবার,২৩/১১/২০১৫
425

   খবরইন্ডিয়াঅনলাইনঃ    ভারতে  মুসলিমরা পাকিস্তান, বাংলাদেশ যে কোনও দেশে চলে যেতে পারে।হিন্দুস্থান শুধুমাত্র হিন্দুদেরই। একটি অনুষ্ঠানে এমনই বিতর্কিত মন্তব্য করেন অসমের রাজ্যপাল পি বি আচার্য। স্বাভাবিকভাবেই এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। সাংবিধানিক পদে থেকে কীভাবে তিনি এমন মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শনিবার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে পি বি আচার্য বলেছেন, “হিন্দুস্তান হিন্দুদের জন্য।” পরদিন অর্থাৎ গতকাল তাঁর আরও এক বিতর্কিত মন্তব্য সামনে আসে। তিনি নাকি বলেন, “যে মুসলিমদের ভারতে থাকতে অসুবিধা হচ্ছে, তারা পাকিস্তান, বাংলাদেশ যেখানে ইচ্ছা যেতে পারে।” নিজের বক্তব্য নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে তাঁর সাফাই, তিনি আসলে একথা বলতে চাননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদি কোনও ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানে নির্যাতনের শিকার হন, তাহলে তিনি ভারতে চলে আসতে পারেন। এপ্রসঙ্গে, সাহিত্যিক তসলিমা নাসরিনের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, তাঁরা যদি এদেশে থাকতে চান, স্বচ্ছন্দে থাকতে পারেন। আবার একইভাবে এদেশে না থেকে বাংলাদেশ বা পাকিস্তানে থাকতে চাইলেও সেব্যাপারে তাঁদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি আরও বলেন, সবধর্মের মানুষই নিপীড়ণের শিকার হয়। কিন্তু হিন্দুদের ফিরে আসার অধিকার রযেছে। যদি কোনও মুসলিম নির্যাতিত হন, তিনিও পাকিস্তান বা অন্য কোনও দেশে ফিরে যেতে পারেন। কিন্তু হিন্দুদের এদেশ ছাড়া অন্যত্র কোথাও যাওয়ার জায়গা নেই। তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেন, আচার্য সংবিধানের নামে আমাদের দেশের ঐক্য এবং সংহতি বজায় রাখার যে শপথ করেছিলেন তা ভঙ্গ করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট