পরিতোষ বর্মণঃ রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু, বোয়ালদার, তপন, বংশীহারী সহ বেশ কয়েকটি ব্লকে জাঠা মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হলো। ১১৩টি বামফ্রন্টের গণসংগঠনের ডাকে গত ১৪ই নভেম্বর থেকে রাজ্য জুড়ে জাঠা মিছিল কর্মসূচী সংগঠিত হচ্ছে। ১১৩টি বামফ্রন্টের গণসংগঠনের ডাকে গত ১৪ই নভেম্বর থেকে রাজ্য জুড়ে জাঠা মিছিল কর্মসূচী সংগঠিত হচ্ছে। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু, বোয়ালদার, তপন, বংশীহারী সহ বেশ কয়েকটি ব্লকে জাঠা মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। এদিন বালুরঘাটের চকভৃগু এলাকায় জাঠা মিছিলের সূচনা করেন বাম নেতা অমিত সরকার। বাম নেতা অমিত সরকার জানান, কৃষকদের ন্যায্য ফসলের দাম, রাজ্য জুড়ে নৈরাজ্য বন্ধ করতে হবে, বেকারদের কর্ম সংস্থান সহ মোট ১৫ দফা দাবীতে সারা রাজ্য ব্যাপী এই জাঠা কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে। আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচী বলে তিনি জানান।
দক্ষিণ দিনাজপুরে জাঠা কর্মসূচী অনুষ্ঠিত হলো
রবিবার,২২/১১/২০১৫
725