যে-কোন পৈত্রিক বিসর্জনের দিকে যেতে পারি আমি ।
সাম্বার ঝলসানো দখলদারি থেকে
যে-কোন ধারালো আকাশের দিকে চলে যেতে পারি ।
যদি কোনদিন
মানুষের অনুজ্জ্বল কাঁধে চেপে চলে যেতে হয়
প্রকৃত আমিষ খেয়ে নাগালের বাইরে চলে যাব তখন,
প্রথম শীতের মতো যেখানে স্মৃতি কেঁপে ওঠে
সেখানেই চলে যাব আমি ।
নৈশব্দের ডিম পাড়ার সময় প্রিয় মুখগুলো বলবে
অকাজের মানুষটা এতদিনে কাজ করে গেছে ।