পরিতোষ বর্মণঃ বালুরঘাট পৌরসভার লালমাটি ভাগারের একটি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। শুক্রবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উদ্ধার হওয়া মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার দুপুরে মাঠে কাজ করতে আসা কৃষকদের প্রথম বিষয়টি নজরে আসে। ঘটনা জানাজানি হতেই ভিড় জমায় আশে পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ। এরপর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ। উদ্ধার হওয়া মৃতদেহ থেকে মহিলার কোন পরিচয় জানা যায়নি। এমনকি মৃতদেহ দেখতে আসা লোকজনদের কেউ সনাক্ত করতে পারিনি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার মহিলার
শুক্রবার,২০/১১/২০১৫
676