চাকুলিয়া থানার কানকিতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি


বৃহস্পতিবার,১৯/১১/২০১৫
755

বিকাশ সাহাঃ    সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত কানকি এলাকায়। স্থানীয় সুত্রে জানাযায়, কানকি হাসপাতাল লাগোয়া সোনার দোকান বন্ধ করে প্রতিদিনের মত গতকাল রাতেও দোকানের মালিক গোপাল কর্মকার বাড়ি চলে যায়। গোপাল বাবুর বাড়ি কানকির নয়ানগর এলাকায়। এদিন সকালে গোপাল বাবু দোকান খুলতে এসে দেখেন দোকানের দেওয়াল কেটে দোকানের বেশকিছু জিনিস চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোনার দোকান থেকে আনুমানিক ৩০ হাজার টাকার জিনিস চুরি হয়ে গেছে বলে জানান, দোকানের মালিক গোপাল কর্মকার। খবর পেয়ে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট