তবে রানি ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তার মুখপাত্র। সপ্তাহের শেষ দিনটি চিকিৎসকদের তত্ত্বাবধানে কাটিয়ে এখন ভালো আছেন রানি ও তার অনাগত সন্তান।
দৈনিক মিড-ডে বলছে, দীপাবলীর সন্ধ্যায় বচ্চন পরিবার আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রানি। এরপর ওখান থেকে আরও কয়েকটি অনুষ্ঠানে যেতে হয় তাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ক্লান্ত বোধ করতে থাকেন তিনি, অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার ও চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর প্রথম সন্তান আগমনের অপেক্ষায় আছেন রানি। চিকিৎসকদের হিসেব অনুযায়ী, জানুয়ারিতেই ভূমিষ্ঠ হবে রানি-আদিত্যর সন্তান।
সূত্রের বরাত দিয়ে মিড-ডে বলছে, আপাতত কিছুদিন রানিকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন তার চিকিৎসক।
রানির মুখপাত্র বলেন, “চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী রানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ছুটি দেয়া হলেও তিনি আরো কিছুদিন হাসপাতালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বাড়িতে তার অনাগত সন্তানের জন্য ঘর সাজানোর কাজ চলছে। তাই কিছু দিন তিনি ধুলাবালি আর শব্দ থেকে দূরে থাকতে চান।”