তামিলনাড়ুতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যায় প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে


বৃহস্পতিবার,১৯/১১/২০১৫
393

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   চেন্নাইয়ের প্রধান রাস্তা গুলোর অধিকাংশই বন্যার জলে  ডুবে থাকায় শহরের জনজীবন বন্ধ হয়ে পড়েছে।

বৃষ্টি ও বন্যার কারণে অফিস, স্কুল-কলেজ ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

তামিল নাড়ু সংলগ্ন দেশ শ্রীলঙ্কাতেও ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে অন্ততপক্ষে ৮০ হাজার মানুষ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে  তামিল নাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকাগুলোতে প্রায় এক সপ্তাহজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

বন্যার কারণে চেন্নাই থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির সরকারি কর্মকর্তারা। চলমান উদ্ধার তৎপরতায় দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী সহায়তা করছে বলেও জানিয়েছেন তারা।

বন্যাকবলিত এলাকাগুলোর জন্য পাঁচশত কোটি টাকা তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।

তিনি বলেছেন, “কয়েকদিনেই পুরো বর্ষাকালের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এ কারণে জলের নিয়ন্ত্রণে পূর্বসতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তাই এত ক্ষয়ক্ষতি হয়েছে। ( ছবিঃ সগৃহিতা ) ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট