পরিতোষ বর্মণঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকে পরপর তিনটি পথদুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে।বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বালুরঘাট পুলিশ লাইনের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে বালি বোঝাই একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক হোমগার্ড কর্মীর। মৃত হোমগার্ড কর্মীর নাম বিজন মহন্ত। বাড়ি শহরের বেলতলা পার্কের দুর্গাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, এদিন কাজে যোগ দেবার জন্য রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনার শিকার হন বিজনবাবু। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাক্টরটিকে আটক করে নিয়ে আসে বালুরঘাট থানার পুলিশ। ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি ফেলে রেখে পালিয়ে যায় চালক।
অন্যদিকে দুপুর ১২টা নাগাদ বালুরঘাট ব্লকের কামারপাড়ার বাদামাইল এলাকায় পৃথক দুটি পথদুর্ঘটনায় গুরুতর আহত হয় এক বাইক আরোহী ও এক সাইলেক আরোহী যুবক। আহত দু’জনকেই স্থানীয়রা বালুরঘাট হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বালুরঘাটের ব্লকের পরপর পথদুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে
বুধবার,১৮/১১/২০১৫
640