কলকাতার চলচ্চিত্রে উৎসবে তাঁরকার মেলা


শনিবার,১৪/১১/২০১৫
602

খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্রদীপ জ্বালিয়ে ২১ তম চলচিত্র উৎসবের সূচনা করলেন অমিতাভ বচ্চন। বাংলার সংস্কৃতি বিশ্বের মধ্যে সেরা- বললেন মমতা। উৎসবের মঞ্চ থেকেই বিশ্বকে ডাক মমতার। বাংলার কৃষ্টি-উন্নয়নকে বিশ্বের সামনে তুলে ধরলেন মমতা।অমিতাভজীর মতো একজনও আর হবেন না-অমিতাভ বচ্চনের সুখ্যাতি মমতার গলায়।মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগ-বিকে আগামী বছরের চলচ্চিত্র উৎসবের আগামী আমন্ত্রণ মমতার।প্রত্যেক বাঙালির কাছে কিছু শেখার আছে- বললেন অমিতাভ।গত দশকে কাহানি, বরফি, পিকু-র মত বহু ছবিতে বাংলার ছায়া দেখা গিয়েছে: অমিতাভ। মঞ্চে অমিতাভের গলায় ‘স্বার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে’।আবার এসে গিয়েছে-মঞ্চে বক্তব্য শুরু করলেন অমিতাভ বচ্চন-বাংলায় বলে  বাঙালির মন জয় অমিতাভ জয়ার।প্রত্যেক বছর এই দিনটার জন্য দুজনেই অপেক্ষা করে থাকি- জয়া। কবে মমতাজির নিমন্ত্রণ পত্র আসবে। পুরো জগত ঘুরেছি, এত ভালোবাসা কোথাও পাওয়া যায় না। বাংলার খাওয়া-দাওয়ার নাম বিশ্বজুড়ে। মঞ্চে আসলেন জয়া বচ্চন। বাংলায় বক্তব্য রাখছেন তিনি।মমতাকে অভিনন্দন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখছেন মৌসুমি চট্টোপাধ্যায়। উৎসবের শুভ কামনা করলেন মৌসুমি। আলাদা করে মহিলা পরিচালকদের সম্মান জানানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। এটাই সময় মহিলা শক্তিকে জাগিয়ে তোলা। কলকাতায় একমাত্র পারে সেটি, মঞ্চে বললেন বিদ্যা।এই মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছেন বিদ্যা বালান।প্যারিস হামলার জের: কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হল গোটা নেতাজি ইন্ডোরকে। রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। নিরাপত্তার দায়িত্বে পুলিশ কুকুরও।আর কিছুক্ষণের মধ্যেই সিনেমা উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।মঞ্চে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সস্ত্রীক অমিতাভ, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, সন্ধ্যা রায় প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত হলেন শর্মিলা ঠাকুর।উদ্বোধনে গান গাইছেন ইন্দ্রনীল সেন।নেতাজি ইন্ডোরের বাইরেও প্রচুর মানুষের ভিড়।নেতাজি ইন্ডোরে দেশি-বিদেশী প্রচুর মানুষের ভিড়।উদ্বোধনী ছবি ব্লাঙ্কা। এবারের থিম হলিউড। থালি গার্ল হিসাবে থাকবেন নুসরাত।নেতাজি ইন্ডোরে উপস্থিত টলিউডের একাধিক ব্যক্তিত্ব থেকে কলাকুশলী। মুহূর্তে উদ্বোধনী মঞ্চে বিক্রম ঘোষ এন্ড কোং। সরদে তেজেন্দ্র নারায়ণ মজুমদার।প্যারিস হামলায় মৃতদের সমবেদন জানাতে এক মিনিটের নীরবতা পালন। ( ছবিঃ নিজস্ব চিত্র )।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট