হামলার প্রতিবাদ বলিউডেও, প্যারিসের ঘটনায়


শনিবার,১৪/১১/২০১৫
762

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    প্যারিসে বর্বরতম সন্ত্রাসী হামলায় পুরো বিশ্ব স্তব্ধ, হতবাক ও বিস্মিত। শুক্রবার রাতের এই হামলায় এখন পর্যন্ত দেড় শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্যারিসের এই হামলার ঘটনায় পুরো বিশ্বের মানুষই শোক প্রকাশ করেছে। বাদ নেই বলিউড

তারকা, শিল্পী ও কলাকুশলীরা। ফেসবুক, টুইটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে  ব্যবহার করে সহমর্মিতা জানিয়েছেন প্যারিস নিহতদের পরিবারের প্রতি।

অনুপম খের: প্যারিস আক্রমণ ভয়ঙ্কর, দুঃখজনক।

সোফিয়া চৌধুরী: হৃদয়বিদারক! মানবতা মুখ থুবড়ে পড়েছে। সাধারণ জনগণকে সবসময়ই মূল্য দিতে হয়। এসব অবশ্য বন্ধ হওয়া উচিত।

জাভেদ আখতার: জঘন্য, বর্বর এবং সবেচেয়ে কুৎসিত এই গণহত্যায় সমবেদনা প্রকাশ করার মতো শব্দ অভিধানেও খুঁজে পাওয়া যাবে না।

অক্ষয় কুমার: ঘুম থেকে জেগেই শুনলাম এমন ভয়াবহ খবর। এই ধরনের দুঃসবাদের জন্য আমরা কখনোই প্রস্তুত নই। ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শাবানা আজমি: প্যারিসের ঘটনা ভয়ঙ্কর।অপ্রত্যাশিত এই সহিংসতায় আমি নির্বাক। এর শেষ কোথায়?

তাপসী পান্নু: হৃদয়বিদারক সংবাদ দিয়েই দিনের শুরু। একদিকে প্যারিসের গণহত্যা, অন্যদিকে জাপানের প্রাকৃতিক বিপর্যয়।

ইশা কপ্পিকার: সংকটপূর্ণ এই সময়ে আমরা তোমাদের সাথে আছি প্যারিস। বেদনাদায়ক!

সনু নিগম: ঘুম থেকে জেগেই প্যারিসে বিভৎস্য সন্ত্রাসী হামলার খবর পেলাম। নিহতদের জন্য প্রার্থনা করছি। ওম শান্তি!

প্রাচী দেশাই: বিশ্বের কী হলো? প্যারিসে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা! কবে শেষ হবে এসব? নিহত এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

রিতেশ দেশমুখ: প্যারিসের সন্ত্রাসী হামলায় স্তব্ধ ও মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানাচ্ছি।

নার্গিস ফখরি: হে আল্লাহ! পৃথিবীর কী হলো! প্যারিসের জন্য প্রার্থনা করছি।

বরুন দেওয়ান: প্যারিসের খবর শুনে হৃদয় ভেঙে গেল। শান্তির জন্য প্রার্থনা করছি। সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট