গৃহবধূকে কুপিয়ে ও বিদ্যুৎ স্পৃষ্টি করে মারার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে


শুক্রবার,১৩/১১/২০১৫
607

পরিতোষ বর্মণঃ    এক গৃহবধূকে কুপিয়ে পরে বিদ্যুৎ স্পৃষ্ট করে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ পরিবারের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম সুলতানা বিবি। আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালাহার এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসিরা অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার বিশাল পুলিশ বাহিনী সহ তপনের বিডিও সিদ্ধার্থ সুব্বা। জানা গেছে, তপনের হাসডাঙ্গা গ্রামের সুলতানা বিবির সঙ্গে মালাহার এলাকার লুথফর সরকারের ছেলে হাকিম সরকারের বিয়ে হয়। হাকিম সরকার পেশায় গ্রামের হাতুড়ে ডাক্তার। মৃতার পরিবারের অভিযোগ, হাকিম প্রায় দিন নেশাগ্রস্থ হয়ে বাড়ি ফিরতেন। নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালাত সে। এর প্রতিবাদ করেলে কপালে জুটত প্রহার। গতকাল নেশা করে এসে হাকিম তার স্ত্রীর উপর চড়াও হয়। প্রথমে তাকে কুপিয়ে খুন করে। খুন নিশ্চিত করতে পরে বিদ্যুৎ স্পৃষ্ট করা হয়। বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পরে এলাকাবাসিরা। খবর দেওয়া হয় মৃতার পরিবারকে। অভিযুক্ত হাকিম সরকারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতারা। অবশেষে পুলিশ আসলে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট