খবরইন্ডিয়াঅনলাইনঃ স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ফরিদপুরে । গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল ওই ১২ বছরের কিশোরী।দুপুরে সিআইএসএফ ব্যারাকের পিছনে পুকুরের ধারে তার দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে চলে বিক্ষোভ। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সন্ধেয় ফরিদপুর পুলিশ ফাঁড়ির সামনেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের। এদিকে সাধারণ মানুষেরা আতঙ্কে ক্ষোভে রইয়েছেন।তাদের দাবি অতি শীঘ্র্ই দোষীদের গ্রেফতার করতে হবে।
দুর্গাপুরে স্কুল ছাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার,১২/১১/২০১৫
575