বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে বিজয়া সম্মিলনী ও শারদীয় সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করলো কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি। প্রতি বছরের মতো এবারও কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি কালিয়াগঞ্জের সেরা দুর্গা পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেয়। রবিবার রাতে ব্যবসায়ী সমিতির তরফে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী দুর্গা পূজা কমিটির হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রথম ইয়ং অ্যাথেলেটিক্স ক্লাব, দ্বিতীয় শেঠ কলোনী সার্বজনীন দুর্গা পূজা কমিটি, যৌথ ভাবে তৃতীয় হয়েছে রসিদপুর কালিতলা দুর্গা পূজা কমিটি ও হরিহরপুর নসিরহাট সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এছারা বিশেষ পূজা হিসেবে জায়গা করে নিয়েছে গুদরী বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাপতি ডুঙ্গুরমল আগরওয়াল, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু, কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া, কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায়, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা সহ ব্যবসায়ী মহল ও সাধারণ নাগরিকবৃন্দ।
Amazon Brand - Vedaka Cumin (Safed Zeera) whole, 100 g
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,০৯/০১/২০২৫ ১৫:২৬ GMT +05:30 - More info)