সিরিজ জয়ের পথে বাংলাদেশ


সোমবার,০৯/১১/২০১৫
587

  খবরইন্ডিয়াঅনলাইনঃ  সাকিব আল হাসান বলেছিলেন এই সিরিজে প্রভাব বিস্তার করে জিততে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে মাত্র ১২৮ রানে গুড়িয়ে দিয়ে নিজের কথাকে নিজেই মাঠে প্রমাণ করে দেখিয়েছেন সাকিব, ১৪৫ রাঙের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডে তে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। অনাগত সন্তান -এর  জন্য রবিবার রাতেই সাকিব রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। যদিও গুঞ্জন উঠেছে এরই মাঝে ভূমিষ্ঠ হয়েছে সাকিব-শিশির দম্পতির প্রথম সন্তান। তাই সাকিবকে ছাড়াই আজ দ্বিতীয় ওয়ানডে তে মাঠে নামবে বাংলদেশ দল।প্রথম ম্যাচের মত দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলন শেষে ওপেনার তামিম ইকবাল বলেছেন, ‘মাঠে নামবো, খেলবো আর জিতে যাবো; এ রকম কিছু আমাদের কেনো খেলোয়াড়ের মাথায় ছিলো না। সব সময় আমরা খুবই সিরিয়াস ছিলাম। বাকি দুই ম্যাচেও আমরা তাই থাকবো। পরের দুই ম্যাচে এতো সহজে আমরা নাও জিততে পারি। পরের দুই ম্যাচে খুব কষ্ট করেই জিততে হতে পারে। আমাদের কাজ হবে প্রসেসগুলো ঠিক রাখা।’ আজ জিতে গেলে ঘরের মাঠে টানা ৫টি সিরিজ জয় করবে বাংলাদেশ। আর সে লক্ষ্যে মূল কাজগুলো ঠিকঠাকভাবে করার প্রতিই গুরূত্ব দিচ্ছেন তামিম, ‘এ বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক। সিরিজ জেতা বা রেকর্ড নিয়েও খুব চিন্তা করছি না। আমাদের চিন্তা কেবল সোমবার ম্যাচটি নিয়ে। ওই ম্যাচটি আমরা জিততে চাই। ওইটা জিতলে সিরিজও জেতা হয়ে যাবে।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট